বাংলাদেশ-শ্রীলঙ্কা-উইন্ডিজের বোলিংয়ের মান নিয়ে গম্ভীরের প্রশ্ন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2020 10:41 PM BdST Updated: 15 Jun 2020 10:41 PM BdST
নেতৃত্বের জন্য ব্যাটিংয়ে মহেন্দ্র সিং ধোনি অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন বলে মনে করেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক এই ওপেনারের বিশ্বাস, ওয়ানডেতে ধোনি তিন নম্বরে ব্যাট করলে অনেক রেকর্ড গড়তেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন গম্ভীর।
স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেড’ অনুষ্ঠানে রোববার গম্ভীরের কাছে প্রশ্ন ছিল, রান তাড়ার ক্ষেত্রে বিরাট কোহলি ও ধোনির মধ্যে কাকে বেছে নিতেন। এর জবাব দিতে গিয়ে তিন দেশের বোলিংয়ের প্রসঙ্গ টানেন গম্ভীর।
“দুজনের তুলনা করা খুব কঠিন। কারণ, একজন তিন নম্বরে ব্যাট করে, অন্যজন ছয় অথবা সাত নম্বরে। আমি সম্ভবত ধোনিকে বেছে নিতাম। বিশ্ব ক্রিকেটে এখন যে মানের বোলিং আক্রমণ, ফ্ল্যাট উইকেটে ধোনি তিনে ব্যাট করত। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যে মান, ধোনি সম্ভবত বেশিরভাগ রেকর্ডই ভেঙে দিত।”

তবে টপ অর্ডারে আর তেমন একটা ব্যাটিং করা হয়নি তার। পরবর্তীতে মিডল অর্ডারে হয়ে ওঠেন দলের বড় ভরসা। পরিচিত পান সব সময়ের সেরা ফিনিশারদের একজন হিসেবে। এই সংস্করণে এখন পর্যন্ত ২৯৭ ইনিংসে ১০ সেঞ্চুরিতে করেছেন ১০ হাজার ৭৭৩ রান। সবচেয়ে বেশি সফল অবশ্য তিন নম্বরেই। এই পজিশনে ১৬ ইনিংসে ৯৯৩ রান করেছেন ৮২.৭৫ গড়ে। গম্ভীরের ধারণা, তিনে খেললে ধোনি আরও অনেক বেশি রান করতেন।
“বিশ্ব ক্রিকেট সম্ভবত একটা জিনিস মিস করেছে। সেটা হলো ধোনি তিন নম্বরে ব্যাট করেনি। যদি সে ভারতের অধিনায়কত্ব না করত এবং তিন নম্বরে ব্যাট করত, তাহলে হয়তো পুরো বিশ্ব ক্রিকেট ভিন্ন এক খেলোয়াড়কে দেখত। সম্ভবত সে আরও অনেক রান করতে পারত, অনেক রেকর্ড ভাঙতে পারত।”
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের