ইংল্যান্ড সফরকে আমির-হারিসের ‘না’

ইংল্যান্ড সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও ব্যাটসম্যান হারিস সোহেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 04:13 PM
Updated : 11 June 2020, 06:34 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই জনই ব্যক্তিগত কারণে থাকছেন না এই সিরিজে।

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া আমির আগামী অগাস্টে দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন। সবশেষ তিনি টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের নভেম্বরে; অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নেওয়া হারিস সবশেষ টেস্ট খেলেছেন গত ফেব্রুয়ারিতে; বাংলাদেশের বিপক্ষে। আর সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত নভেম্বরে; অস্ট্রেলিয়া সফরে।

আগামী অগাস্ট-সেপ্টেম্বরের ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টির জন্য ২৮ ক্রিকেটার ও ১৪ জন সাপোর্ট স্টাফ পাঠাবে পিসিবি।

করোনাভাইরাস পরিস্থিতিতে পাকিস্তানের সফর অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। পিসিবি জানিয়েছে, সফরের সূচি ও দল পরবর্তীতে জানানো হবে।

তবে সফর নিশ্চিত হলেও প্রথম ম্যাচের কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ডে যেতে হবে পাকিস্তান দলের। কারণ, বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং অনুশীলনও করতে হবে।

আগামী মাসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে করোনাভাইরাস বিরতির পর আবার শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।