‘অধিনায়ক' স্টোকসকে নিয়ে সংশয়ে গাওয়ার-পিটারসেন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2020 09:19 PM BdST Updated: 08 Jun 2020 11:56 PM BdST
ব্যাটে-বলে দারুণ অবদান রেখে চলা বেন স্টোকসের কাঁধে বাড়তি দায়িত্ব দেখতে চান না ডেভিড গাওয়ার ও কেভিন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়কের সংশয়, নেতৃত্বের ভার প্রভাব ফেলতে পারে স্টোকসের পারফরম্যান্সে।
কোভিড-১৯ মহামারীর মাঝে ‘জীবাণুমুক্ত পরিবেশ’ তৈরি করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আগামী জুলাইয়ে তিন সপ্তাহে হবে তিনটি টেস্ট।
সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজের একটি কিংবা দুটি টেস্টে নাও খেলতে পারেন নিয়মিত অধিনায়ক জো রুট। তার অনুপস্থিতিতে এই সংস্করণের সহ-অধিনায়ক স্টোকস দলকে নেতৃত্ব দিতে পারেন।

“আমি বেন স্টোকসকে উদাহরণ হিসেবে দেখতে পছন্দ করব। সে তার কাজ যথাযথভাবে করে এবং কঠোর অনুশীলন করে। সে দারুণ উদ্যমী ক্রিকেটার।”
"বিফির (ইয়ান বোথাম) সঙ্গে তুলনাটা অবধারিত, সেও ছিল একই ঘরানার। তার মাঠে থাকা মানেই ছিল নেতৃত্ব দেওয়া, উপস্থিতিই ছিল প্রেরণাদায়ী। নেতৃত্বের ভারে সেটি হারিয়ে যাবে কিনা, কেবল বেনই তা বলতে পারবে। আমি নিশ্চিত, সে আগ্রহ নিয়েই করবে। আমার স্রেফ চাওয়া, নেতৃত্বের খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে অন্য কেউ ভাবুক।"

সোমবার টক স্পোর্টকে নিজের অভিজ্ঞতার কথা জানান ইংল্যান্ডকে তিনটি টেস্টে নেতৃত্ব দেওয়া পিটারসেন।
“দায়িত্ব, যোগাযোগে, ড্রেসিং রুমে চলাফেরা সব বদলে যাবে। এটা খুবই কঠিন জায়গা (অধিনায়কত্ব)। আমি অধিনায়কত্ব নিয়ে ভুগেছি। এটাকে আমি খুবই অপছন্দ করি এবং আমি ছিলাম জঘন্য।”
“বেন স্টোকস এখন যেমন এবং যে মানের খেলোয়াড়, আমি কি চাইব তার পরিবর্তন হোক। সম্ভবত না। আমার পছন্দ জস বাটলার।”
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ডলারের তেজ খানিকটা কমল
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’