আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্ধারিত সময়ে বৈশ্বিক এই আসর আয়োজন সম্ভব হলেও হয়তো তা করতে হবে দর্শকশূন্য মাঠে। এটাই মানতে পারছেন না ওয়াসিম।
তার মতে, ভক্ত-সমর্থকের সমাগম ছাড়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট আয়োজন করা ঠিক হবে না। বৃহস্পতিবার পাকিস্তানের দৈনিক ‘দ্য নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম এমন মন্তব্য করেন।
“ব্যক্তিগতভাবে, আমার মতে এটি ভালো পরিকল্পনা নয়। দর্শক ছাড়া কীভাবে একটি ক্রিকেট বিশ্বকাপ সম্ভব! বিশ্বকাপ মানেই দর্শকের সমারোহ, নিজের দলকে সমর্থন করতে বিশ্বের সব প্রান্ত থেকে সমর্থকরা আসবে। এমন আবহ দর্শকশূন্য স্টেডিয়ামে পাওয়া সম্ভব নয়।”
কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানান, সূচি অনুযায়ী টুর্নামেন্টটি আয়োজন করায় ঝুঁকি দেখছেন তারা। আগামী ১০ জুন আইসিসির সভায় সিদ্ধান্ত হতে পারে অনিশ্চয়তায় থাকা এই বিশ্বকাপের।
বিশ্বকাপটি নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে নতুনভাবে ভাবার পরামর্শ দিলেন ওয়াসিম।
“আমি বিশ্বাস করি, আইসিসির আরও উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা উচিত। যখন এই মহামারী কমে যাবে এবং নিষেধাজ্ঞাগুলো শিথিল হবে, তখন আমরা একটি যথাযথ বিশ্বকাপ পেতে পারি।”
সাক্ষাৎকারে করোনা পরবর্তী ক্রিকেটের নানা দিক নিয়েও কথা বলেন ওয়াসিম। বিশেষ করে, বলে লালা ব্যবহার নিয়ে তৈরি হওয়া সমস্যার একটি সমাধান দেখতে চান কিংবদন্তি এই পেসার।
বলে লালা ব্যবহার না করতে সুপারিশ করেছে আইসিসি ক্রিকেট কমিটি। ক্রিকেট মাঠে ফেরাতে আইসিসির নির্দেশনায়ও এটি উল্লেখ করা হয়েছে।