বুমরাহর চোখে ইয়র্কারে সেরা মালিঙ্গা

ইয়র্কারে সময়ের সেরাদের একজন জাসপ্রিত বুমরাহ। অনেকের মতে, তিনিই সেরা। তবে এই ভারতীয় ফাস্ট বোলার এগিয়ে রাখছেন আরেক জনকে। লাসিথ মালিঙ্গার ইয়র্কারকে এখনও সেরা মানছেন বুমরাহ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 06:50 AM
Updated : 5 June 2020, 06:50 AM

মালিঙ্গা এক সময় ইয়র্কারকে নতুন উচ্চতায় তুলে নিয়েছিলেন। তার গতিময় সব ইয়র্কার দিনের পর দিন যেমন স্টাম্প গুঁড়িয়ে দিয়েছে, তার স্লোয়ার ইয়র্কারও ব্যাটসম্যানদের ভুগিয়েছে যথেষ্ট। বয়সের সঙ্গে সেই গতি যেমন কমেছে, তেমনি কমেছে ধার। তবে বুমরাহর চোখে, কমেনি ৩৬ বছর বয়সী মালিঙ্গার ইয়র্কারের কার্যকারিতা।

আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সে মালিঙ্গাকে ‘মেন্টর’ হিসেবে পেয়েছেন বুমরাহ, পেয়েছেন সতীর্থ হিসেবেও। মুম্বাই ইন্ডিয়ান্সের টুইটার থেকেই জানা গেল ইয়র্কার নিয়ে বুমরাহর অভিমত।

“বিশ্বের সেরা ইয়র্কার বোলার লাসিথ মালিঙ্গা। দীর্ঘ সময় ধরে এটিকে দারুণভাবে কাজে লাগিয়েছে সে।”

গত আইপিএলের ফাইনালেও দেখা গেছে মালিঙ্গার ইয়র্কারের প্রভাব। ফাইনালের ম্যাচ সেরা হয়েছিলেন বুমরাহ। তবে শিরোপা জয়ের মুহূর্তটি এসেছিল মালিঙ্গার হাত ধরে। আগের ওভারগুলোয় খরুচে হলেও শেষ ওভারের শেষ বলে দারুণ এক স্লোয়ার ইয়র্কারে চেন্নাই সুপার কিংসের শেষ উইকেট তুলে নিয়েছিলেন মালিঙ্গা। ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল মুম্বাই।

করোনাভাইরাস বিরতিতে বুমরাহ আপাতত ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন নিজের মতো। বোলিংয়ে ফিরতে তিনি মুখিয়ে আছেন, তবে আছে খানিকটা দুশ্চিন্তাও।

“সপ্তাহের ৬ দিনই ট্রেনিং করছি। তবে লম্বা সময় ধরে বোলিং করি না। তাই জানি না, বোলিং শুরু করার পর শরীর কীভাবে সাড়া দেবে।”