অধিনায়ক কোহলিকে গড়ে তুলেছেন ধোনি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2020 02:17 PM BdST Updated: 31 May 2020 07:27 PM BdST
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যখন দারুণ পারফর্ম করছিল দল, তখনই ভবিষ্যতে চোখ ছিল ভারতের। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় বিরাট কোহলিকে। সম্ভাব্য উত্তরসূরীকে একটু একটু করে গড়ে তুলেছেন ধোনি। সেই দিনগুলি মনে করেই কোহলি বলছেন, ধোনির কাছ থেকে নেতৃত্বের অনেক কিছু শিখেছেন তিনি।
সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম কথোপকথনে কোহলি জানিয়েছেন, লম্বা সময় ধরে তিনি ধোনির বিশ্বাস অর্জন করেছিলেন বলেই পেয়েছিলেন অধিনায়কত্ব।
দায়িত্ব নেওয়ার প্রতি সবসময়ই ঝোঁক ছিল কোহলির। শেখার তাগিদে তাই সবসময় ধোনির সঙ্গে কথা বলতেন প্রচুর।
“ দায়িত্ব নিতে আমার সবসময়ই ভালো লাগত। একটা সময় ব্যাপারটা ছিল, ম্যাচ খেলার তাড়না। একাদশে নিয়মিত সুযোগ পাওয়া। শুরুতে সব ম্যাচ অবশ্যই খেলতে পারিনি। তবে সবসময় এটা নিশ্চিত করতে চাইতাম যেন আলোচনায় থাকি। তারা যেন বলেন, ‘এই ছেলেটাকে নেওয়া যায় কিনা…।”
“ এরপর খেলাটার প্রতি আগ্রহের কারণেই অধিনায়কের সঙ্গে নিয়মিত কথা বলার শুরু। আমি সবসময় এমএসের (ধোনির) কান ঝালাপালা করে দিতাম। তার পাশে দাঁড়িয়ে বলতাম, ‘এটা করতে পারি আমরা, ওটা করতে পারি।’ অনেক কিছুতেই তিনি একমত হতেন না, তবে আমার সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনাও করতেন। আমার মনে হয়, তিনি এই বিশ্বাসটা পেয়েছিলেন যে তার যাওয়ার পর আমি দায়িত্বটা পালন করতে পারি।”
কোহলি জানালেন, ধোনিকে কাছ থেকে দেখেও অনেক কিছু তিনি শিখেছেন।
“ আমার অধিনায়ক হিসেবে গড়ে ওঠার অনেকটা জুড়ে ছিল তাকে লম্বা সময় ধরে কাছ থেকে দেখা। ব্যাপারটা মোটেও এমন নয় যে তিনি বিদায় নিলেন আর নির্বাচকেরা বলে দিলেন, ‘এখন তুমি অধিনায়ক।’ দায়িত্বে যিনি থাকেন, তিনি অবশ্যই জানিয়ে রাখেন যে, ‘এই ছেলেটিই হতে পারে পরের অধিনায়ক। আমি জানাতে থাকব, সবকিছু কেমন চলছে।’ তার পর আস্তে আস্তে বদলটা হতে থাকে।”
“ এমএস (ধোনি) সেই জায়গায় বড় ভূমিকা পালন করেছেন। আমার ওপর তার সেই বিশ্বাসটা ৬-৭ বছর ধরে গড়ে ওঠেছে। রাতারাতি এসব হয় না, এটা একটা প্রক্রিয়া।”
বাংলাদেশে ২০১২ এশিয়া কাপের আগে কোহলি প্রথমবার সহ-অধিনায়কের দায়িত্ব পান। ব্যাট হাতে এরপর ক্রমেই নিজেকে নতুন উচ্চতায় তুলে নেন তিনি। ২০১৪-১৫ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আচমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ধোনি। দায়িত্ব পান কোহলি। এরপর ২০১৭ সালের শুরুর দিকে পেয়ে যান সীমিত ওভারের নেতৃত্বও।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন