ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পুরস্কারের জন্য রোহিতকে বিসিসিআইয়ের মনোনয়ন

ব্যাট হাতে দুর্দান্ত এক বছর কাটানো রোহিত শর্মা পেলেন ভারতের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সম্মাননা রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের মনোনয়ন। এ ছাড়া অর্জুনা পুরস্কারের জন্য পেসার ইশান্ত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান ও নারী দলের অলরাউন্ডার দিপ্তি শর্মার নাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 03:55 PM
Updated : 30 May 2020, 03:55 PM

ভারতের টেস্ট দলে রোহিতের জায়গা থিতু হয়েছে ২০১৯ সালের পারফরম্যান্স দিয়ে। ওয়ানডে ও টি-টোয়েন্টির নির্ভরযোগ্য ওপেনার সামর্থ্যের প্রমাণ রেখেছেন প্রথমবারের মতো টেস্টে ওপেন করার সুযোগ পেয়ে। গত বছর ৫ টেস্টে ৯২.৬৬ গড়ে করেছেন ৫৫৬ রান, তিন সেঞ্চুরির একটি নিয়ে গেছেন দুইশ রানে।

ইংল্যান্ড বিশ্বকাপে তো অবিশ্বাস্য ছিলেন রোহিত। রেকর্ড পাঁচ সেঞ্চুরি করে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক। বছর জুড়ে ২৮ ওয়ানডে খেলে মোট রান করেছেন ১৪৯০, গড় ৫৭.৩০।

ক্রিকেটারদের মধ্য এর আগে এই পুরস্কার পেয়েছেন শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।

শনিবার মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে রোহিত, ইশান্ত, ধাওয়ান, দিপ্তিদের নির্বাচন করার কারণ তুলে ধরেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।