‘ধোনির জন্য ২০১১ বিশ্বকাপ ফাইনালে দুইবার টস হয়েছিল’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2020 09:50 PM BdST Updated: 29 May 2020 09:50 PM BdST
এক ম্যাচে দুইবার টস, তাও আবার বিশ্বকাপ ফাইনালে! অবাক করা ঘটনাটিই ঘটিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতীয় সাবেক অধিনায়কের কথায় দুইবার টসের জন্য রাজি হয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
দুইবার টস হতে দেখে অবাক হয়েছিলেন ভারতের সেই দলে থাকা রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইনস্টাগ্রাম লাইভে বৃহস্পতিবার ওই ম্যাচের লঙ্কান অধিনায়ক সাঙ্গাকারার কাছে ভারতীয় স্পিনার জানতে চান পেছনের কারণ।
“আমি দেখেছিলাম দুইবার টস হয়েছে। আমি ড্রেসিংরুমে দাঁড়িয়ে ছিলাম। আমি ভেতরে গেলাম এবং কোচের জন্য আমার কাছে কোনো উত্তর ছিল না। তো কী ছিল এটা? কী ঘটেছিল?”
পুরো গল্পটা অশ্বিনের কাছে খোলাসা করেন সাঙ্গাকারা। ম্যাচ হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কানায় কানায় দর্শকে পূর্ণ ছিল গ্যালারি। হই-হুল্লোড়, চিৎকার, উচ্চ আওয়াজে ভরে ছিল চারপাশ। টসের সময় সাঙ্গাকারার কল নাকি শুনতে পাননি ধোনি।
“আমার মনে হয়, এর কারণ ছিল দর্শক, অনেক দর্শক ছিল। এমনটা শ্রীলঙ্কায় কখনও হয়নি। আমার মনে হয়, এমন কেবল ভারতেই হয়। একবার আমি ইডেন গার্ডেন্সে প্রথম স্লিপে দাঁড়িয়ে নিজের কথাই শুনতে পারছিলাম না। ২০১১ বিশ্বকাপ ফাইনালে ওয়াংখেড়েতেও একই অবস্থা ছিল।”
“টসে কী ডেকেছিলাম আমার মনে আছে। কিন্তু মাহি (মহেন্দ্র সিং ধোনি) নিশ্চিত ছিল না আমি কী ডেকেছি। সে বলল ‘তুমি কী টেইলস ডেকেছ?’ আমি বললাম, না, আমি হেডস ডেকেছি।”
অবশ্য দ্বিতীয়বারও টস জিতেছিলেন সাঙ্গাকারা। কিন্তু এতে করে ভাগ্য কতোটা তাদের সঙ্গ দিয়েছিল বুঝতে পারছেন না লঙ্কান সাবেক এই কিপার-ব্যাটসম্যান।
“এর পর ম্যাচ রেফারি (জেফ ক্রো) বলেছিল, আমি টস জিতেছি। সঙ্গে সঙ্গে মাহি বলে উঠলো, ‘না, না, না, ও জেতেনি।’ এখানে কিছুটা সংশয় ছিল।”
“এর পর মাহি বলল, ‘চল আবার টস করি।’ এবং তখনই দ্বিতীয়বার টস করা হলো এবং ভাগ্যক্রমে আবারও হেডসই পড়ল…আমি জানি না, টস জিতে আমি ভাগ্যবান ছিলাম কী না। কারণ সম্ভবত আমি যদি হারতাম, তাহলে ভারত মনে হয় আগে ব্যাট করত।”
আগে ব্যাটিং করে ২৭৪ রান তোলে শ্রীলঙ্কা। ৬ উইকেটে জিতে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ভারত। সাঙ্গাকারা অবশ্য জানান, অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস চোটে ছিটকে না পড়লে শতভাগ নিশ্চিত যে, তিনিও পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার