নির্ধারিত সূচিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া

নির্ধারিত সূচিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা আরও বেড়ে গেল কেভিন রবার্টসের কথায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস মনে করছেন, করোনাভাইরাস মহামারীর জন্য অক্টোবর-নভেম্বরে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বড়  রকমের ঝুঁকির মাঝে আছে।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2020, 12:21 PM
Updated : 29 May 2020, 12:21 PM

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুক্রবার এক ভিডিও বার্তায় রিপোর্টারদের নিজেদের অবস্থান জানান রবার্টস।

“অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আমরা সব সময়ই আশাবাদী। কিন্তু এটা স্বীকার করতেই হবে যে, সেই সময়ে এটি আয়োজনে খুব বড়রকমের ঝুঁকি রয়েছে।”

নির্ধারিত সূচিতে আয়োজন সম্ভব না হলে পরের বছর সম্ভাব্য দুটি উইন্ডো দেখালেন রবার্টস, “সম্ভাব্য একটা সময় হতে পারে ফেব্রুয়ারি-মার্চ কিংবা পরের বছরের অক্টোবর-নভেম্বর।”

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বসার কথা ভারতে। তারা এবারের আসরের দিকে নজর রেখেছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ পিছিয়ে গেলে ফাঁকা হওয়া সময়টায় আইপিএল আয়োজনের সুযোগ আসবে তাদের সামনে।