অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়

করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর আগামী অগাস্টে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের গ্রীষ্ম মৌসুম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 01:06 PM
Updated : 28 May 2020, 01:06 PM

ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার পুরুষ ও নারীদের ২০২০-২১ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। তবে কোভিড-১৯ পরিস্থিতি সাপেক্ষে সূচি পরিবর্তন হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

দেশটিতে ক্রিকেট প্রত্যাবর্তনের শুরুতেই থাকছে জিম্বাবুয়ে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ৯ অগাস্ট। প্রথম দুই ম্যাচের ভেন্যু অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ম্যাচ দুটি ডারউইনে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় ম্যাচ হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে।

এই মাঠে এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হয়েছে। তবে অস্ট্রেলিয়া খেলবে এই প্রথম। ২০১৫ বিশ্বকাপের বাইরে জিম্বাবুয়ে সবশেষ অস্ট্রেলিয়ায় খেলেছে ২০০৪ সালের ত্রিদেশীয় টুর্নামেন্টে।

অস্ট্রেলিয়ার পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৪ অক্টোবর টাউন্সভিলে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১১ অক্টোবর থেকে ভারতের বিপক্ষেও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা তাদের। এই দুই সিরিজ খেলার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বিশ্বকাপ পিছিয়ে গেলে ম্যাচগুলোও সরিয়ে নেওয়া হতে পারে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, পার্থে। দিবা-রাত্রির ম্যাচ হবে এটি। টেস্ট পরিবারের নবীন সদস্য আফগানদের এটি হবে পঞ্চম টেস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম।

ব্রিজবেন টেস্ট দিয়ে শুরু হবে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। গ্যাবায় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ ডিসেম্বর। অ্যাডিলেইডে দ্বিতীয় ম্যাচটি হবে দিবা-রাত্রির। মেলবোর্ন ও সিডনিতে হবে পরের দুই টেস্ট। আগামী বছরের ১২ জানুয়ারি পার্থে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মৌসুম শেষ হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। ২৬ জানুয়ারি অ্যাডিলেইডে শুরু হবে দুই প্রতিবেশি দেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ বিগ ব্যাশের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সেক্ষেত্রে সে সময় বিগ ব্যাশে পাওয়া যাবে না অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটারদের।

ওয়ানডের পর দুই দল খেলবে একটি টি-টোয়েন্টি। সিডনিতে ম্যাচটি শুরু হবে ২ ফেব্রুয়ারি।

অস্ট্রেলিয়ার মেয়েদের মৌসুম শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে, ২৭ সেপ্টেম্বর নর্থ সিডনি ওভালে হবে প্রথম ম্যাচ।

সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। মৌসুমের কোনো একটা পর্যায়ে মাঠে দর্শক ঢোকার অনুমতি মিলতেও পারে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস।