হেরোইনসহ গ্রেপ্তার শ্রীলঙ্কান ক্রিকেটার

সঙ্গে হেরোইন রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক শ্রীলঙ্কান ক্রিকেটার। দেশটির নেগোম্বো শহরের উত্তরপূর্বে পান্নালা অঞ্চলের স্থানীয় এক ম্যাজিস্ট্রেট তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 01:44 PM
Updated : 26 May 2020, 02:16 PM

ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, গত দুই বছরে তিনি শ্রীলঙ্কার হয়ে কোনো ম্যাচ খেলেননি এবং সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বিবেচনাও ছিলেন না। কোভিড-১৯ পরিস্থিতিতে শ্রীলঙ্কায় কারফিউ জারি হওয়ার আগে দেশটির ঘরোয়া ক্রিকেটে অবশ্য খেলেছিলেন তিনি।

গত শনিবার দুই গ্রামের একটু বেশি হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার ইএসপিএনক্রিকনফোকে নিশ্চিত করেন শ্রীলঙ্কা পুলিশের মিডিয়া বিভাগ। রোববার তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পরে তাকে হাইকোর্টে তোলা হবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানান, ওই ক্রিকেটারের গ্রেপ্তার হওয়ার বিষয়টি তারা জেনেছেন সোমবার সকালে। তার ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার বোর্ডের পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে ধারণা করা হচ্ছে।