সৌরভকে তিন বছর দায়িত্বে রাখতে কোর্টে ভারতীয় বোর্ড
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2020 12:53 PM BdST Updated: 23 May 2020 12:53 PM BdST
আইসিসির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে সৌরভ গাঙ্গুলির সম্ভাবনা নিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে। তবে সৌরভ নিজে আপাতত তাকিয়ে নিজ দেশের বোর্ডে। তিন বছরের পূর্ণ মেয়াদে তাকে সভাপতি রেখে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিসিআই। ভারতীয় বোর্ড এজন্য দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের।
বোর্ডের গঠনতন্ত্রের এখনকার ধারা অনুযায়ী, পরপর দুই মেয়াদে কেউ রাজ্য ও কেন্দ্রীয় ক্রিকেট সংস্থার দায়িত্বে থাকলে এরপর বাধ্যতামূলকভাবে তিন বছরের ‘কুলিং অফ’ পিরিয়ডে থাকতে হবে। বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার আগে ৫ বছরের বেশি সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দায়িত্বে ছিলেন সৌরভ। বিসিসিআই সভাপতি হিসেবে তার মেয়াদ শেষ হবে জুনে। ১ জুলাই থেকে তিন বছরের ‘কুলিং অফ’ পিরিয়ড শুরু হওয়ার কথা তার।
বিচারপতি আরএম লোধার নেতৃত্বে একটি কমিটি গঠনতন্ত্রে এই ধারা যোগ করেছিল, যেটিতে অনুমোদন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
পরে গত ১ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই ধারা আবার সংশোধনের একটি খসড়া করা হয়। সেখানে বলা হয়েছে, ‘কুলিং অফ’ পিরিয়ড কার্যকর হবে কেবল বিসিসিআইয়ের দায়িত্বে টানা দুই মেয়াদে থাকলেই।
এই ধারার চূড়ান্ত অনুমোদনের জন্যই এখন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধামাল। আবেদনে বলা হয়েছে, ‘কুলিং অফ’ পিরিয়ডের আগের নিয়ম যারা করেছিলেন, মাঠ পর্যায়ে ক্রিকেট পরিচালনা নিয়ে তাদের কোনো অভিজ্ঞতাই ছিল না। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই এই পরিবর্তন প্রয়োজন।
-
ডমিঙ্গোর চোখে তামিমের নেতৃত্ব
-
প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
-
পরের সিরিজের ভাবনায় একাদশে ৩ পেসার
-
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
-
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড
-
এই সিরিজে ভারতই সেরা, ওয়ার্নের রায়
-
‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
-
আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ