এক আকরামকে আরেক আকরামের ‘হুমকি’

ওয়াসিম আকরামের স্মৃতিতে ধুলো জমে ছিল। মনে করিয়ে দিলেন আকরাম খান। শারজায় এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের সাবেক অধিনায়ককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 07:45 PM
Updated : 20 May 2020, 11:30 AM

তামিম ইকবালের নিয়মিত ফেইসবুক লাইভে মঙ্গলবার অতিথি ছিলেন আকরাম, মিনহাজুল আবেদীন ও খালেদ মাসুদ। এক পর্যায়ে যোগ দেন ওয়াসিম।

১৯৯৫ সালে শারজাহতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। টসের আগে ফিল্ডিং নেওয়ার কথা বলে টস জিতে আকরাম নিয়েছিলেন ব্যাটিং!

“তুমি এসে আমাকে জিজ্ঞেস করলে, ‘আকরাম টস জিতলে কি করবে?’ আমি বলেছিলাম ফিল্ডিং নিবো। তুমি জিজ্ঞেস করেছিলে, ‘আমি নিশ্চিত কিনা?’ বললাম পরিকল্পনা এটাই। তুমি বললে, ‘আজ অনেক গরম, ওয়ার্ম আপের জন্য যাচ্ছি না।’ তো আমি চলে এলাম।”

“টসের সময় যাচ্ছিলাম, ‘নান্নু ভাই এসে বললেন তুমি ফিল্ডিং কেন নিচ্ছ? ওরা তো আগে ব্যাটিং করলে তিনশর বেশি রান করবে, কীভাবে হবে? জিতলে ব্যাটিং নিয়ো।’ এরপর আমি ব্যাটিং নেই, এরপর তুমি ড্রেসিং রুমে এসে আমাকে বললে 'আকরাম তুমি আসো, তোমাকে দেখে নিবো’।”

সেই ম্যাচে ৮২ বলে দুই চারে দলের সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন আকরাম। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে বাংলাদেশ করেছিল ১৫১ রান। পাকিস্তান সহজেই জিতেছিল ৬ উইকেটে। ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ওয়াসিম।