অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্ট সম্ভব নয়: গাঙ্গুলি

সিরিজে বাড়তি একটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত। বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, পাঁচ টেস্টের সিরিজ হলে সফরটি অনেক লম্বা হয়ে যাবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 01:12 PM
Updated : 15 May 2020, 06:51 PM

করোনাভাইরাস মহামারীর মধ্যে কোয়ারেন্টিনের নানা নিয়মের কারণে কার্যত যা সম্ভব নয় বলে মনে করেন গাঙ্গুলি।

বোর্ডার-গাভাস্কার সিরিজে সাধারণত চারটি টেস্ট খেলে ভারত-অস্ট্রেলিয়া। সিরিজটির জনপ্রিয়তার কারণে অস্ট্রেলিয়া আরেকটি টেস্ট যুক্ত করার কথা ভাবছে বলে কদিন আগে জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তবে বাস্তবিক সব চিন্তা করে ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড ডে’কে দেওয়া সাক্ষাৎকারে তা সম্ভব নয় বলে জানান বিসিসিআই প্রধান।

“আমার মনে হয় না, ভারতের পক্ষে পাঁচ টেস্ট খেলা সম্ভব হবে। সীমিত ওভারের ম্যাচও আছে। সঙ্গে আমাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। এসব কিছু সফরটিকে লম্বা করবে।”

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী অবশ্য প্রস্তাব দেওয়ার সময়ই বলেছিলেন, এখনই হয়ত সম্ভব নয় এটি। তবে ভবিষ্যতে এই প্রস্তাব বাস্তবায়নের আশা দেখছেন তিনি।