দু প্লেসির চোখে বাংলাদেশের বদলে যাওয়া
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2020 09:00 AM BdST Updated: 14 May 2020 09:00 AM BdST
এক সময় বাংলাদেশ দল নির্ভর করত দু-একজন ক্রিকেটারের ওপর। তাদেরকে থামাতে পারলেই নিশ্চিত হয়ে যেত জয়। এখন বদলে গেছে বাস্তবতা, এই দলে পারফরমার অনেক। ফাফ দু প্লেসির চোখে, আগের বাংলাদেশ দলের সঙ্গে এখনকার বাংলাদেশ দলের সবচেয়ে বড় পার্থক্য এটিই।
দলটির বদলে যাওয়ার কথা দু প্লেসি শোনালেন বাংলাদেশের একজনকেই। তামিম ইকবালের নিয়মিত ফেইসবুক লাইভে বুধবার রাতের অতিথি ছিলেন দু প্লেসি। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে তামিম বলেন বাংলাদেশ ক্রিকেটের পথচলার মূল্যায়ন করতে।
২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম খেলেছিলেন দু প্লেসি। গত ৯ বছরে এরপর খেলেছেন আরও বেশ কবার। বাংলাদেশের বিপক্ষে তার পারফরম্যান্স দুর্দান্ত। ওয়ানডেতে ব্যাটিং গড় ৬৩, টেস্টে ১৩৫, টি-টোয়েন্টিতে ৯৫!
তবে এই পথ পরিক্রমায় বাংলাদেশের উন্নতিও দেখেছেন তিনি। নিজের অভিজ্ঞতা থেকে তুলনা করলেন আগের বাংলাদেশ দলের সঙ্গে এখনকার দলের।
“আগে বাংলাদেশ দল দু-একজন ক্রিকেটারের ওপর নির্ভর করত। ওই উইকেট দুটি নিলেই কাজ সহজ হয়ে যেত। এখন দলটা গড়ে উঠেছে, আরও অনেক ক্রিকেটার উঠে এসেছে। স্পিনারদের ব্যাপার তো আছেই। সাকিব সবসময়ই দারুণ স্পিনার ছিল, এখন আরও বেশ কজন স্পিনার এসেছে।”
“ফাস্ট বোলাররাও ভালো হয়ে উঠছে। উপমহাদেশের দলগুলির জন্য এটা সবসময়ই বড় ব্যাপার। দেশের বাইরে গেলে সবসময়ই চ্যালেঞ্জ সেটি, পেস আক্রমণ কতটা ভালো। অনেক ম্যাচ খেলা হচ্ছে বলে তোমাদের ব্যাটিংও ভালো হয়েছে।”
গত বছর দু প্লেসির নেতৃত্বে খেলা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই বাংলাদেশ শুরু করেছিল বিশ্বকাপ অভিযান।
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- পদ্মা সেতু: এক নজরে
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট