দর্শক ছাড়াই খেলতে হবে: পিটারসেন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2020 12:18 AM BdST Updated: 11 May 2020 12:18 AM BdST
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ক্রিকেটারদের দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা উচিত বলে মনে করেন কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ অধিনায়কের মতে, এই মুহূর্তে খেলাধুলাই পারে লোকজনকে মানসিকভাবে উজ্জীবিত করতে।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে প্রায় দুই মাস ধরে বিশ্বজুড়ে সব ধরনের খেলা বন্ধ হয়ে আছে। দর্শকের উপস্থিতি ছাড়া খেলা ফেরানোর কথা বলছেন অনেকে। পরিস্থিতি নিরাপদ মনে হলেই কেবল পেশাদার ক্রিকেট মাঠে ফেরানো উচিত, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ৩৯ বছর বয়সী পিটারসেন।
“সমর্থক, লোকজনের মনোবল বাড়ানো দরকার। এই মুহূর্তে তাদের মনোভাব নেতিবাচক। খেলাধুলা অনেক মানুষকে উজ্জীবিত ও ইতিবাচক করে তুলবে। করোনাভাইরাস থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে। ক্রীড়াবিদদের এটির সঙ্গে মানিয়ে নিতে হবে।”
“কিছু খেলোয়াড় তাদের ক্যারিয়ারের সেরা সময়ে আছে। কেন তারা খেলতে চাইবে না? মাঠে দর্শক না থাকলে কী হবে? দর্শক হয়তো মাঠে উপস্থিত থাকবে না, কিন্তু সম্প্রচার মাধ্যমে থাকবে অনেক।”
সংকটময় এই সময়ের একটি ইতিবাচক দিকও দেখছেন ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট, ১৩৬ ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি খেলা পিটারসেন।
“করোনাভাইরাসের এই সময়ে একটি ভালো দিক হলো, এটি সবাইকে প্রভাবিত করছে। কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভ স্মিথ, কুইন্টন ডি ককের মত বিরাট কোহলিও একই অবস্থানে আছে...আমরা সবাই একসঙ্গে আছি।”
“আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, বুঝতে হবে কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একসঙ্গে কাজ করতে হবে এবং একসঙ্গেই ভালো সিদ্ধান্ত নিতে হবে।”
-
লিটন-সাকিব জুটির ব্যাটিংয়ে লিড পেল বাংলাদেশ
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা