মাঠে ফিরতে পরিবার থেকে দূরে থাকতে রাজি হবে ইংলিশ ক্রিকেটাররা: উড

করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা ক্রিকেট মাঠে ফেরানোর কথা ভাবছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সিরিজ আয়োজনে পরিকল্পনার অংশ হিসেবে টেস্ট ক্রিকেটারদের দীর্ঘদিন পরিবার থেকে দূরে রাখার কথা ভাবা হচ্ছে। এতে পূর্ণ সমর্থন দিয়েছেন মার্ক উড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2020, 04:03 PM
Updated : 7 May 2020, 05:58 PM

আগামী ১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ। আবার খেলা শুরুর পথটা সহজ নয়। কোভিড-১৯ রোগের সতর্কতার জন্য প্রতিদিন দলের সবার তাপমাত্রা ও আরও কিছু পরীক্ষা করানো হবে।

সুরক্ষা নিশ্চিত হলে এবং সবকিছু নিয়ম অনুযায়ী চললে দলের ক্রিকেটাররা সব মেনে মাঠে ফিরতে রাজি থাকবে বলে বিশ্বাস উডের।

“পরিস্থিতি ঠিক থাকলে দলের সবাই ক্রিকেট খেলতে রাজি হবে। আমি বুঝতে পারছি, দীর্ঘ দিন পরিবার থেকে দূরে থাকতে হবে, যা অনেক কঠিন হবে। কিন্তু মাঠে ফিরতে পারাটা হবে ভালো একটি ব্যাপার।”

“সফরে গেলে তো লম্বা সময়ের জন্য দূরে থাকার সঙ্গে অভ্যস্ত হতেই হয়। এটা খুই কঠিন হবে, কিন্তু যতক্ষণ পরিবেশ নিরাপদ, আমার পরিবার নিরাপদ এবং বাকি সবাই নিরাপদ থাকবে, সেক্ষেত্রে আমি এতে রাজি।”

আসন্ন এই সিরিজগুলোর জন্য ২৫-৩০ জন ক্রিকেটারকে ৯ সপ্তাহের জন্য পরিবার থেকে দূরে রাখা হতে পারে।