অলিম্পিকে টি-১০ ক্রিকেট যোগ করার প্রস্তাব মর্গ্যানের

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির দাবি অনেক দিনের। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য লম্বা হওয়ায় প্রতিবার আলোচনা পর্যায়েই তা ভেস্তে যায়। তবে নতুন সংস্করণ টি-১০ এর দৈর্ঘ্য ছোট হওয়ায় অলিম্পিকে এটি যোগ করা সম্ভব বলে মনে করছেন ইংলিশ ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2020, 03:31 PM
Updated : 5 May 2020, 03:31 PM

১৯০০ সালের পর থেকে অলিম্পিকে ক্রিকেট আর দেখা যায়নি। সেবার প্যারিসে হওয়া একমাত্র ম্যাচটিতে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে গ্রেট ব্রিটেন জিতেছিল সোনার পদক। গত বছর আইসিসি জানিয়েছিল, ২০২৮ সালে ক্রিকেটকে আবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে তারা।

১৯৯৮ কমনওয়েলথ গেমসে পঞ্চাশ ওভার ক্রিকেটের একটি প্রতিযোগিতা হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা সোনা জিতেছিল। আগামী ২০২২ সালের আসরে নারীদের টি-টোয়েন্টি প্রতিযোগিতা যোগ করা হয়েছে, খেলবে আটটি দল।

কিন্তু অলিম্পিকে ক্রিকেট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সম্প্রতি এক অনুষ্ঠানে মর্গ্যান জানান, টি-১০ টুর্নামেন্ট ১০ দিনের ভেতরে শেষ করা সম্ভব, তাই এটা অলিম্পিক ও কমনওয়েথ গেমসে যোগ করাও সম্ভব।