মাশরাফির সামনে যে ভুল করেন আন্দ্রে রাসেল

সময়ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন আন্দ্রে রাসেল। দুনিয়া জুড়ে তাবত বোলারদের মনে ভীতির সঞ্চার হয় ব্যাট হাতে তাকে ক্রিজে দেখলে। সেই রাসেলই খুব একটা সুবিধা করতে পারেন না মাশরাফি বিন মুর্তজার সামনে। কীভাবে এমন বিপজ্জনক ব্যাটসম্যানকে মিইয়ে রাখতে পারেন মাশরাফি? জানালেন তিনি নিজেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2020, 05:08 AM
Updated : 5 May 2020, 10:22 AM

গতি আর স্কিল অনেকটা সীমিত হলেও মাশরাফি বেশ কয়েকবারই বিপাকে ফেলেছেন রাসেলকে। ফেইসবুক লাইভে সোমবার রাতে মাশরাফি ও তামিম ইকবালের প্রাণবন্ত আড্ডায় উঠে এলো সেই প্রসঙ্গ।

প্রশ্নটি করেছিলেন তামিম, “আমরা সবাই জানি যে আন্দ্রে রাসেল বিশ্বের সবচেয়ে বড় হিটারদের একজন। আপনাকে কেন সে মারতে পারে না?”

হাসতে হাসতেই এই রহস্য ভাঙালেন মাশরাফি। জানালেন, রাসেলকেও তিনি এই কথা বলেছেন।

“শেষবার আউট হওয়ার পর সে বলে, ‘তোমাকে কেন আমি মারতে পারি না!’ আমি বললাম, ‘তোমার সমস্যা আছে। তুমি মেন্টালি সেট করে নেবে যে আমার স্লোয়ার ডেলিভারি ১১৭ (কিলোমিটার) আর জোরে ডেলিভারি ১২০। কিন্তু তুমি জোরে ডেলিভারিটা ভাবো ১৩০, স্লোয়ার ১০৫। তুমি ওভাবে ব্যাট চালালে হবে না, অন্য সব বোলারের মতো আমাকে ভাবলে হবে না।”

“ এখানেই মনে হয় ওর মাইন্ড সেট আপে সমস্যা হয়ে যায়। ও আমাকে ভাবে যে মিডিয়াম পেসার, কিন্তু জানে না যে কী আসছে..।”