আইপিএলে ডাক না পাওয়া মাহমুদউল্লাহর ‘দুর্ভাগ্য’

বাংলাদেশ থেকে আইপিএলে নিয়মিত খেলেছেন কেবল সাকিব আল হাসান। বিশ্বের সবচেয়ে আলোচিত টি-টোয়েন্টি লিগে আর সেভাবে লম্বা সময় খেলতে পারেননি কেউ। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের তো এখনও সুযোগই হয়নি। তবে তামিম ইকবালের বিশ্বাস, কেবল ভাগ্য পাশে নেই বলেই আইপিএল খেলতে পারছেন না মাহমুদউল্লাহ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2020, 05:48 PM
Updated : 4 May 2020, 06:44 AM

ইনস্টাগ্রাম লাইভে রোববার রাতে মাহমুদউল্লাহর সঙ্গে আড্ডা দিয়েছেন তামিম ইকবাল। আইপিএলে খেলার জন্য মাহমুদউল্লাহকে সব দিক থেকেই যোগ্য মনে করেন ২০১২ ও ২০১৩ আসরে পুনে ওয়ারিয়র্সে সুযোগ পাওয়া তামিম।

“আমার মনে হয়, এটা আপনার দুর্ভাগ্য যে আইপিএলে আপনি ডাক পাননি।”

মাহমুদউল্লাহও জানান আইপিএল নিয়ে তার আগ্রহের কথা। তবে জানিয়ে দেন, হতাশ নন তিনি।

“আইপিএলের মতো টুর্নামেন্টে তো সবাই খেলতে চায়। এই টুর্নামেন্টই এরকম। দারুণ চাকচিক্যময়। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ। খেলতে পারলে অবশ্যই ভালো লাগত। সবাই চায় সেরা টুর্নামেন্টে নিজেকে দেখতে। এটির কারণে মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই। আশা করি, ভবিষ্যতে কখনও সুযোগ আসবে।”

সাকিব ও তামিম ছাড়া বাংলাদেশ থেকে আইপিএল খেলেছেন মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও মুস্তাফিজুর রহমান।