মুশফিকের ব্যাট কিনতে বিড করবেন তামিম

মুশফিকুর রহিমের ইতিহাস গড়া ব্যাট নিলাম থেকে কিনতে আগ্রহী তামিম ইকবাল, যদি তার সাধ্যের মধ্যে পাওয়া যায়। মুশফিক সামর্থ্যবান সবাইকে আহবান জানালেন, অসহায়দের সহায়তার জন্য যত বেশি সম্ভব মূল্যে ব্যাটটি কিনতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2020, 06:17 PM
Updated : 3 May 2020, 08:29 AM

বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটার শনিবার রাতে কথা বলেছেন ইনস্টাগ্রাম লাইভে। সেখানেই উঠে এসেছে মুশফিকের ব্যাট নিলামে তোলার প্রসঙ্গ।

কিছুদিন আগে মুশফিক জানিয়েছিলেন, বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি তিনি নিলামে তুলবেন। নিলাম থেকে পাওয়া অর্থে সহায়তা করা হবে করোনাভাইরাসের প্রকোপে অসহায় হয়ে পড়া মানুষদের।

তামিমের সঙ্গে আলাপচারিতায় মুশফিক জানালেন, নিলাম আয়োজনের প্রস্তুতি চলছে।

“খুব শিগগিরই অনলাইনে নিলামে তোলা হবে ব্যাটটি, একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে। কাজ গুছিয়ে আনা হচ্ছে। আমি অনুরোধ করব, আমার জন্য নয়, অসহায় মানুষদের সহায়তার জন্য যত বেশি সম্ভব মূল্যে সামর্থ্যবানরা যেন ব্যাটটি কিনে নেয়। তাহলে মানুষের উপকার বেশি হবে।”

এরপরই তামিম জানালেন নিজের চাওয়ার কথা।

“সত্যি বলতে, আমি আগেই ঠিক করেছি যে আমি চেষ্টা করব। আমি বিড করব, যদি আমার সাধ্যের মধ্যে থাকে।”