‘ক্রিকেটীয় কারণে’ গেইলকে বাদ দিয়েছে তালাওয়াহস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2020 06:14 PM BdST Updated: 30 Apr 2020 06:19 PM BdST
জ্যামাইকা তালাওয়াহসের ক্রিস গেইলকে ছেড়ে দেওয়ার পেছনে রামনারেশ সারওয়ানের যে কোনো হাত নেই, তা নিশ্চিত করেছে সিপিএলের দলটি। ক্রিকেটীয় ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে পুরো বিষয়টি পরিষ্কার করে দলটি। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ এই ব্যাটসম্যানের আচরণে হতাশাও প্রকাশ করেছে তালাওয়াহসের টিম ম্যানেজমেন্ট।
সিপিএলের প্রথম চার আসরে জ্যামাইকার হয়ে খেলে দুইবার শিরোপা জেতেন বিধ্বংসী ব্যাটসম্যান গেইল। এরপর দুই আসরে খেলেন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে।
গত মৌসুমে আবার জ্যামাইকার দলটিতে ফেরেন বাঁহাতি এই ওপেনার। তিন বছরের চুক্তি করার কথা ছিল তার সঙ্গে, কিন্তু এক বছরের মাথায় সম্প্রতি তাকে ছেড়ে দেয় তারা।

“তালাওয়াহসের তাকে ধরে না রাখার সিদ্ধান্তের অনেক কারণ দেখিয়েছেন গেইল। তবে সত্যিটা হলো, মালিক ও টিম ম্যানেজমেন্টের সম্মিলিত সিদ্ধান্ত এটি, যেখানে রামনারেশ সারওয়ানের কোন হস্তক্ষেপ নেই। এটা পুরোটাই ক্রিকেটীয় ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নেওয়া সিদ্ধান্ত।”
গত আসরে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেও ছন্দ ধরে রাখতে পারেননি গেইল। সব মিলিয়ে ১০ ইনিংসে করেন ২৪৩ রান। তার দল টুর্নামেন্ট শেষ করে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে।
দলটির টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, দলের ভালো ভবিষ্যতের জন্য গেইলের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
ওশাদা-করুনারত্নের আত্মবিশ্বাসী শুরু
-
৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
-
মাহমুদউল্লাহকে ছাড়িয়ে সাতের সেরা লিটন
-
মুমিনুলের রানে ফেরার দোয়া করছেন বিসিবি সভাপতি
-
নিচের দিকে ব্যাট করাই লিটনের জন্য ভালো মনে করেন ডমিঙ্গো
-
লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
-
ব্যাটিংয়ে ব্যর্থ শারমিন, সালমার ২ উইকেট
-
‘মুমিনুলের অফ ফর্ম নয়, স্রেফ রান পাচ্ছে না’
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- মুশফিক-লিটনের কাছে প্রথম ঘণ্টা চান বাংলাদেশ কোচ