‘আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় উমর আকমল’

প্রতিভা নিয়ে সংশয় ছিল না কারও। শুরুতে কিছু ঝলকও দেখিয়েছিলেন। তবে প্রতিভা কাজে লাগাতে পেরেছেন সামান্যই। বরং মাঠের বাইরের নেতিবাচক ঘটনার জন্য বারবার খবরের শিরোনাম হয়েছেন। সবশেষ দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে পেয়েছেন তিন বছরের নিষেধাজ্ঞা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার কাছে উমর আকমল প্রতিভার চরম অপচয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2020, 05:28 PM
Updated : 27 April 2020, 05:59 PM

দুর্নীতির প্রস্তাব পেয়ে তা কর্তৃপক্ষকে না জানানোয় সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আকমলকে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায়।

আকমলের নিষেধাজ্ঞার খবরের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান রমিজ। যেখানে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের কঠোর সমালোচনা করেন তিনি। আইন করে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের জেলে পাঠানোরও তাগিদ জানান সাবেক এই ব্যাটসম্যান।

“উমর আকমল আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় জায়গা করে নিল! তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী নিদারুণ অপচয়! ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে আইন পাসের সেরা সময় এখন।”