ধোনির জায়গায় কিপিং, ভয়ে থাকেন রাহুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2020 10:54 PM BdST Updated: 27 Apr 2020 11:26 PM BdST
-
ছবি: বিসিসিআই
উইকেটের সামনে-পেছনে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি, তার জায়গায় খেলতে গেলে যে কারোরই স্নায়ু চাপে ভোগা স্বাভাবিক। এই অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে লোকেশ রাহুলের। ২৮ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান জানালেন, উইকেটের পেছনে দাঁড়ালে দর্শকদের চাপ ভড়কে দেয় তাকে। ভয়ে থাকেন কিপিংয়ের সময়।
আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির (৮২৯) চেয়ে বেশি ডিসমিসাল আছে কেবল মার্ক বাউচার (৯৯৮) ও অ্যাডাম গিলক্রিস্টের (৯০৫)।
২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ধোনি জাতীয় দলের বাইরে। তার জায়গায় কয়েকজন কিপার-ব্যাটসম্যানকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে ভারত। এদের একজন রাহুল।
পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কিপার হিসেবে খেলেছেন রাহুল। সবই চলতি বছরে। উইকেটের পেছনে দাঁড়িয়ে বুঝেছেন ধোনির জায়গায় খেলা কতটা কঠিন। স্টার স্পোর্টসের একটি আয়োজনে বলছিলেন সেই অভিজ্ঞতার কথা।
“ভারতের হয়ে কিপিং করার সময় ভয়ে থাকি। কারণ, দর্শকদের চাপ। বল ঠিকঠাক মত ধরতে না পারলে লোকে মনে করে, ধোনির জায়গা এই ছেলে নিতে পারবে না। মানুষের গ্রহণ করে নেওয়ার ব্যাপারটাও যুক্ত বলে উইকেটের পেছনে ধোনির মত একজন কিংবদন্তি উইকেট-কিপারের জায়গা নেওয়া খুব চাপের।”
ভারতীয় দলে অনিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কিপিং করেন রাহুল। তাই জাতীয় দলের প্রয়োজনে যেকোনো সময় উইকেটের পেছনে দাঁড়াতে প্রস্তুত তিনি।
“যারা ক্রিকেটের খোঁজ-খবর রাখে তারা জানে, আমি খুব বেশি উইকেট-কিপিংয়ের বাইরে থাকি না। আইপিএল ও যখনই কর্নাটকার হয়ে খেলি, আমি এই দায়িত্বে থাকি। সবসময়ই কিপিং করে আসছি।”
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার