ডি ভিলিয়ার্স অবসর নেওয়ায় খুশি হেইজেলউড

এবি ডি ভিলিয়ার্স ছিলেন এমন একজন, বিশ্বের ভয়ঙ্কর বোলারও অনেক সময় তার সামনে হয়ে পড়েছেন অসহায়। ব্যাটসম্যানশিপের পরিপূর্ণতায় অনেক বোলারকেই দিশাহারা করে তুলেছেন। জশ হেইজেলউড যেমন একজন। অস্ট্রেলিয়ান পেসারের অকপট স্বীকারোক্তি, ডি ভিলিয়ার্স বিদায় নেওয়ায় তিনি খুশি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2020, 12:10 PM
Updated : 26 April 2020, 12:10 PM

হেইজেলউড নিজেও অনেক ব্যাটসম্যানের জন্য দুঃস্বপ্ন। নিখুঁত লাইন-লেংথ, বাড়তি বাউন্স ও সুইংয়ে প্রায়ই নাভিশ্বাস তুলে ছাড়েন ব্যাটসম্যানদের। ৫১ টেস্ট খেলে ২৬.২০ গড়ে নিয়েছেন ১৯৫ উইকেট। ৪৮ ওয়ানডেতে ৭৮ উইকেট ২৫.৬৭ গড়ে।

তবে ডি ভিলিয়ার্সের বিপক্ষে খুব একটা সাফল্য পাননি এই অস্ট্রেলিয়ান। অবশ্য ২২ গজে খুব বেশি দেখা হয়নি দুজনের।

চারটি টেস্ট ম্যাচে খেলেছেন একে অপরের বিপক্ষে। একবার ডি ভিলিয়ার্সকে আউট করেছেন তিনি। ওয়ানডেতে ছয়বারের দেখায় বিধ্বংসী এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন দুইবার।

ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্ন-উত্তরে হেইজেলউড জানিয়েছেন, মুখোমুখি হওয়া কঠিনতম ব্যাটসম্যানের নাম।

“বিশ্ব জুড়ে এই মুহূর্তে আরও অনেক ব্যাটসম্যানই আছে। কিন্তু আমি অবশ্যই বলব এবি ডি ভিলিয়ার্স (মুখোমুখি হওয়া কঠিন ব্যাটসম্যান)। আমি খুশি যে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে।”