বিশ্বকাপ জয়ের মেডেল হারিয়ে ‘পাগলপ্রায়’ আর্চার

সারাজীবন সযত্নে আগলে রাখার মতো রত্ন জফ্রা আর্চার পেয়ে গেছেন ক্যারিয়ারের শুরুর দিকেই। কিন্তু বছর ঘোরার আগেই হারিয়ে ফেলেছেন তা! বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে পাওয়া মেডেল বাসা বদলের সময় হারিয়ে ফেলেছেন ইংলিশ ফাস্ট বোলার। হারানো সম্পদ এক সপ্তাহ ধরে খুঁজে এখন তিনি হয়রান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2020, 07:00 AM
Updated : 26 April 2020, 07:00 AM

সম্প্রতি নিজের আগের বাসা বদলে নতুন ফ্ল্যাটে উঠেছেন আর্চার। বিবিসির সঙ্গে আলাপচারিতায় ২৫ বছর বয়সী জানালেন, জিনিসপত্র টানাটানিতেই খোয়া গেছে সেই মেডেল।

“ আমার একটি ছবি এঁকে উপহার দিয়েছিলেন একজন। দেয়ালে টাঙানো সেই ছবির ওপর মেডেলটি ঝুলিয়ে রেখেছিলাম। সম্প্রতি নতুন ফ্ল্যাটে উঠেছি। ছবিটা আবার দেয়ালে টাঙিয়েছি, কিন্তু মেডেল পাচ্ছি না।”

“ এক সপ্তাহ ধরে তন্নতন্ন করে সেটি খুঁজেছি। এখনও পাইনি। আমি জানি, বাসাতেই কোথাও না কোথাও সেটি আছে। খোঁজা তাই বন্ধ করছি না। তবে সত্যি বলতে, খুঁজতে খুঁজতে এর মধ্যেই প্রায় পাগল হয়ে গেছি।”

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল আর্চারের। ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন দলের সফলতম বোলার। ফাইনালে শিরোপা নিশ্চিত হওয়া সুপার ওভারটিতে বোলিং করেছিলেন তিনিই।