থামার আগে অ্যাশেজ চাই ব্রড-অ্যান্ডারসনের

ক্যারিয়ারের প্রায় শেষ ধাপে চলে এসেছেন জেমস অ্যান্ডারসন। বয়সে চার বছরের ছোট হলেও ইংল্যান্ড টেস্ট দলের আরেক পেসার স্টুয়ার্ট ব্রডের ভাবনায়ও এসেছে অবসর প্রসঙ্গ। তবে এখনই নয়। থামার আগে আরেকটি অ্যাশেজ চাই অভিজ্ঞ এই দুই পেসারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 01:36 PM
Updated : 24 April 2020, 01:36 PM

ইংল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আগামী জুলাইয়ে ৩৮ ছুঁতে যাওয়া অ্যান্ডারসন, ১৫১ টেস্টে ৫৮৪ উইকেট। তালিকায় পরের নামটি ব্রডের, ১৩৮ টেস্টে ৪৮৫ উইকেট।

সম্প্রতি ইনস্টাগ্রামে দুজনের কথোপকথনে উঠে এসেছে বয়স নিয়ে তাদের ভাবনার বিষয়টি। ব্রডের বিশ্বাস, অ্যান্ডারসনের মতো লম্বা করতে পারবেন না নিজের ক্যারিয়ার।

“আমার মনে হয় না, তোমার বয়স পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে পারব। তোমার অ্যাকশন অনেক সাবলীল। যা তোমার শরীরের ওপর তেমন বিরূপ প্রভাব ফেলে না। সেখানে আমার অ্যাকশন শরীরে কিছুটা বেশি চাপ ফেলে বলে মনে হয়।”

“তবে বর্তমান সময় ও পরিবেশ আমার ভালো লাগছে। ইংল্যান্ডের হয়ে খেলতে আমার ভালো লাগে।”

খেলার প্রতি আগ্রহের কমতি নেই ব্রডের। এগুতে চান ছোট ছোট লক্ষ্যস্থির করে। আপাতত নজর রাখছেন অ্যাশেজে।

“খেলা চালিয়ে যেতে এখনও আমি অনেক প্রেরণা পাই এবং বিষয়টি বছর বছর মুল্যায়ন করতে হবে। আপাতত আমাদের সামনে আছে অস্ট্রেলিয়া সফর। আর এটা সম্ভব বলে মনে হচ্ছে।

অ্যান্ডারসনের ভাবনাও অনেকটা একই রকম। ততদিন পর্যন্ত ফিট থাকলে ও পারফর্ম করতে পারলে নামতে চান অ্যাশেজ পুনরুদ্ধারের মিশনে।

“বড় বিষয় হলো পারফরম্যান্সের মান ধরে রাখা। যদি মনে হয়, মানটা নেমে যাচ্ছে তাহলে, হ্যাঁ, শেষের কথা বিবেচনা করতে হবে।”

“তবে যতদিন আমার মান উঁচুতে থাকবে, ফিটনেস ভালো থাকবে এবং প্রত্যাশা অনুযায়ী দক্ষতা দেখাতে পারব…ততদিন খেলা চালিয়ে যাব।”