সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে রাহুলের উদ্যোগ

দেশের হয়ে প্রথম বিশ্বকাপ, তাই এর সবকিছুই বিশেষ মূল্য বহন করে লোকেশ রাহুলের কাছে। তবে করোনাভাইরাসের এই সঙ্কটময় সময়ে লড়াইটা যখন জীবন বাঁচানোর, তখন অমূল্য জিনিসগুলো হাতিয়ার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় এই কিপার-ব্যাটসম্যান। সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে নিলামে তুললেন গত বিশ্বকাপে ব্যবহার করা তার ক্রিকেটীয় কিছু সরঞ্জাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 09:59 AM
Updated : 21 April 2020, 11:35 AM

২০১৯ সালের বিশ্বকাপে ব্যবহৃত ব্যাটিং গ্লোভস, প্যাডস, একটি হেলমেট ও একটি ব্যাট নিলামের জন্য তুলেছেন রাহুল। সঙ্গে দিয়েছেন ভারতের হয়ে খেলা তিন সংস্করণের তিনটি জার্সিও।

গত বছরের বিশ্বকাপে ভারতের হয়ে ৯টি ম্যাচ খেলেন রাহুল। একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিসহ ৪৫.১২ গড়ে করেন ৩৬১ রান।

গত শনিবার ২৯ বছরে পা দেওয়া এই ব্যাটসম্যান করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার কথা জানান। সেদিনই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি সংস্থা ‘ভারত আর্মির’ মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়ে একটি ভিডিও বার্তা দেন রাহুল।

বার্তায় কঠিন এই সময়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান রাহুল। সমস্যা দূরে ঠেলে স্বাভাবিক জীবনে ফেরার আশাবাদও ব্যক্ত করেন তিনি।