‘সর্বকালের সেরা ফিনিশার ধোনি’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2020 08:58 PM BdST Updated: 14 Apr 2020 08:58 PM BdST
মাইকেল হাসি নিজে ছিলেন দারুণ ফিনিশার। তার এক পূর্বসূরী, মাইকেল বেভানকে দিয়ে জন্ম ‘ফিনিশার’ শব্দটির। সময়ের সঙ্গে দুর্দান্ত সব ফিনিশার আরও দেখেছে ক্রিকেট। তবে হাসির চোখে, সর্বকালের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। যুক্তি দিয়েই নিজের ভাবনা ব্যাখ্যা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল মিলিয়ে ধোনি ম্যাচজয়ী ইনিংস খেলেছেন অনেক। দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ধোনির অপরাজিত ৯১ রানের ইনিংসটি যেমন স্থায়ী জায়গা পেয়ে গেছে ক্রিকেটের আখ্যানে, তেমনি সীমিত ওভারে খেলেছেন আরও অনেক ধ্রুপদি ইনিংস।
বিপর্যয় থেকে দলকে টেনে তোলা, যাবতীয় পরিস্থিতি থেকে এগিয়ে নেওয়া আর শেষ সময়ের যে কোনো দাবি মেটানো, অসাধারণ সব পারফরম্যান্সে ধোনি নিজেকে করে তুলেছেন কিংবদন্তি। প্রবল চাপের সময়ও নিজের বরফ শীতল মানসিকতার জন্য তাকে বলা হতো ‘ক্যাপ্টেন কুল।’
প্রতিপক্ষ দলে থেকে যেমন এসব দেখেছেন হাসি, তেমনি কাছ থেকে দেখেছেন একই দলে থেকেও। আইপিএলে চেন্নাই সুপার কিংসে দুজন খেলেছেন একসঙ্গে।
ধোনিকে ভালো করে জানেন বলেই নিজের ভাবনার পক্ষে জোর পেয়েছেন হাসি। ইএসপিএনক্রিকইনফোর একটি আয়োজনে ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে আলাপচারিতায় হাসি জানিয়েছেন ধোনিকে সেরা ফিনিশার মানার কারণ।
“আমার মতে, সে (মহেন্দ্র সিং ধোনি) সবসময়ের সেরা ফিনিশার। এটা হয়ত খানিকটা বিতর্কের জন্ম দেবে, কারণ সময়ের সঙ্গে দুর্দান্ত অনেক ফিনিশার এসেছে। কিন্তু প্রতিপক্ষ কী করার চেষ্টা করছে, সেটা বোঝার ও সেই প্রচণ্ড চাপের সময়ও ধীরস্থির থাকার মানসিক সামর্থ্য আছে তার।”
“প্রতিপক্ষের চেয়েও সে বেশি শান্ত থাকে। অনেক সময় দেখা যায়, শেষ ওভারের আগের ওভারটি সবচেয়ে ভালো বোলারকে দিয়ে করিয়ে সে প্রতিপক্ষ অধিনায়ককে চমকে দেয়! ”
নিজের সময়ে হাসি নিজেও অনেকবার ড্রেসিং রুমে হাসি ফুটিয়েছেন দারুণ ফিনিশিংয়ে। তবে নিজের ও অন্য ফিনিশোরদের চেয়ে ধোনি কোথায় এগিয়ে, তুলে ধরেছেন হাসি।
“তার আরেকটি সামর্থ্য আছে, যা অনেক ফিনিশারেরই নেই, সেটা হলো অবিশ্বাস্য জোর। সে জানে, কখন বল সীমানা ছাড়া করতে হবে এবং সে তা করতে পারে। অমন আত্মবিশ্বাস আমার ছিল না।
“তার মানসিক সামর্থ্য, স্থিরতা ও জোর এমন, সে জানে, যখনই প্রয়োজন ছক্কা মারতে পারবে এবং ধারাবাহিকভাবেই এটা করে আসছে। তার প্রক্রিয়াই তার আত্মবিশ্বাস বাড়িয়েছে, আমার মতে তাই সে সেরা।”
অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে একটি জায়গায় ধোনির মিল পেয়েছেন হাসি। পন্টিং অবশ্য সেই অর্থে ফিনিশার ছিলেন না। তবে আবেগ নিয়ন্ত্রণের দিক থেকে দুই গ্রেটকে একই সমান্তরালে রাখছেন হাসি।
“ধোনির আরেকটি দারুণ ব্যাপার হলো, হারের স্মৃতি সে বেশিক্ষণ ধরে রাখে না। হ্যাঁ, সবার মত সেও হতাশ হয়, কিন্তু খুব দ্রুত এটা কাটিয়ে ওঠে এবং পরের খেলায় দৃষ্টি দেয়। দারুণ এক গুণ এটি।”
“রিকি পন্টিংও একইরকম ছিল, ভালো করুক কিংবা খারাপ। ওর ধরণে একটা ধারাবাহিকতা ছিল, এমন কারও মতো নয় যে চোখের পলকে বদলে যাচ্ছে বা আবেগের বশ হয়ে থাকছে। সবসময়ই সে প্রায় একই পর্যায় ধরে রাখে, সব গ্রেট ক্রিকেটারের মধ্যে যে গুণ লক্ষ্য করা যায়।”
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়