করোনাভাইরাস কেড়ে নিল সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে

করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে পেরে উঠলেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। পেশাওয়ারের একটি হাসপাতালে সোমবার মারা গেছেন সাবেক এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2020, 04:41 AM
Updated : 14 April 2020, 04:41 AM

কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর দিন তিনেক আগে তার পরিস্থিতির অবনতি হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাকে। কিন্তু বাঁচানো যায়নি। তার বয়স হয়েছিল ৫০ বছর।

১৯৮৮ সালে অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১৫টি ম্যাচ। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৬টি। খেলা ছাড়ার পর নাম লেখান কোচিংয়ে। পেশাওয়ারের মূল দলের পাশাপাশি বয়সভিত্তিক বিভিন্ন দলকেও কোচিং করিয়েছেন তিনি। পাকিস্তানের আঞ্চলিক ক্রিকেটে তিনি ছিলেন পরিচিত নাম।

জাফরের আরেকটি পরিচয়, তিনি পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আখতার সরফরাজের বড় ভাই। আখতার খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়েও। গত জুনে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে মারা যান আখতার।

এই দুজনের আরেক ভাই ইরফান সরফরাজও খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।