করোনাভাইরাস: খাদ্য সহায়তার ভাবনা বিসিবির

চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা দেওয়া বিসিবি এবার হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় এক মাস ধরে ত্রাণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 11:46 AM
Updated : 12 April 2020, 11:46 AM

সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস জানান, প্রস্তুতি পর্ব চলছে। শিগগির ত্রাণ বিতরণ শুরু করবে বিসিবি।

“ক্রিকেট বোর্ডের তহবিল থেকে দেশের মানুষের জন্য কী করা যায়, তা আমরা দেখছি। প্রায় ২০ হাজার প্যাকেট খাবার বিতরণের পরিকল্পনা আছে আমাদের। সবচেয়ে বেশি যেখানে প্রয়োজন সেখানে আমরা এক মাস ধরে এই ত্রাণ বিতরণ করব।”

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দিয়েছে বিসিবি। তাদের সহায়তা পাচ্ছে হুইলি চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনও।

“হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের কাছে আবেদন করেছিল। ওরা বেশ গরীব ঘরের ছেলে, খুব কষ্টে আছে। এদেরও সাহায্য করতে চাচ্ছি আমরা। পরিচালকদের সঙ্গে আলোচনা করে বোর্ড সভাপতি এই সিদ্ধান্ত নিয়েছেন।”