‘এত দ্রুত ধোনিকে অবসরে ঠেলে দেবেন না’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2020 08:40 PM BdST Updated: 11 Apr 2020 08:40 PM BdST
দীর্ঘদিন ধরে মাঠে নেই মহেন্দ্র সিং ধোনি। তবে আলোচনায় আছেন প্রবলভাবে। সেই আলোচনার বেশিরভাগ জুড়েই আছে তার অবসর। ভারতের অন্যতম সফল অধিনায়ককে নিয়ে সেসব আলোচনা মোটেও ভালো লাগছে না নাসের হুসেইনের। সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, এখনও অনেক কিছু দেওয়ার আছে ধোনির।
২০১৯ বিশ্বকাপ সেমি-ফাইনালের পর কোনো ধরনের ক্রিকেটেই মাঠে নামেননি ধোনি। এই সময়টায় তার অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটে চলেছে অনেক জল্পনা।
এই মাসেই আইপিএল দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা ছিল তার। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন, আসছে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়া নির্ভর করছে আইপিএলের পারফরম্যান্সের ওপর।
তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আইপিএল গেছে পিছিয়ে। ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নগুলি তাই উচ্চকিত হচ্ছে আরও।
হুসেইনের ভাবনা স্পষ্ট, ভারতীয় দল এখনও ধোনির কাছ থেকে পেতে পারে অনেক কিছু।
“ধোনি কি এখনও ভারতীয় দলে জায়গা পাওয়ার মতো যথেষ্ট ভালো? ব্যাপারটি খুবই সাধারণ। বিশ্বজুড়ে সব জায়গায় এই প্রশ্নটিই করা উচিত (কারও ভবিষ্যৎ আলোচনায়)। ধোনিকে যতটা দেখেছি, আমি এখনও মনে করি, ভারতীয় ক্রিকেটকে দেওয়ার অনেক কিছুই আছে তার।”
ধোনির সামর্থ্য আছে বলেই হুসেইনের মতে, তাকে অবসরে পাঠালে ক্ষতিটা হবে ভারতীয় ক্রিকেটেরই।
“হ্যাঁ, দু-একবার রান তাড়ায় ধোনি গড়বড় করেছে বটে। বিশেষ করে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষ দিকে কোনো অজানা কারণে সে অনেকটাই থমকে গিয়েছিল। কিন্তু এমনিতে ধোনির এখনও সামর্থ্য আছে।”
“একবার চলে গেলে কিন্তু তাকে আর পাওয়া যাবে না। খেলাটায় কিছু কিংবদন্তি আছে, যাদেরকে দুনিয়া জুড়ে সম্মান করা হয়, কারণ এক প্রজন্মে এমন ক্রিকেটার এক জনই আসে। এত দ্রুত তাকে অবসরে ঠেলে দেবেন না। কেবল ধোনিই জানে তার মানসিক অবস্থা।”
ভারতের ইতিহাসে নিজেকে অন্যতম সেরা অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ধোনি। তার নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। টেস্ট র্যাঙ্কিংয়ে তারা প্রথমবার শীর্ষেও উঠেছিল তার নেতৃত্বেই। ব্যাটসম্যান হিসেবেও দারুণ সমৃদ্ধ তার ক্যারিয়ার।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’