আইপিএল দর্শকশূন্য স্টেডিয়ামে চান কামিন্স

করোনাভাইরাসের প্রকোপে পিছিয়ে যাওয়া আইপিএল দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের পরামর্শ দিয়েছেন প্যাট কামিন্স। দর্শকদের সুরক্ষার জন্য এমন প্রস্তাব দিয়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 04:52 PM
Updated : 9 April 2020, 04:52 PM

গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ত্রয়োদশ আসর। কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট।

লকডাউনে রয়েছে পুরো ভারত, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় নিশ্চিতভাবে আরও পিছিয়ে যাবে আইপিএল। টুর্নামেন্টটি বাতিল হওয়ার শঙ্কাও জেগেছে।

তবে ক্রিকেটের স্বার্থে টুর্নামেন্টটি চালু করতে চাইলেও সেটা খালি স্টেডিয়ামে আয়োজন করার পক্ষে মত দিয়েছেন কামিন্স। ১৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে নাম লেখানো এই পেসার বিবিসিকে জানান নিজের ভাবনার কথা।

“অবশ্যই-ক্রিকেটের স্বার্থে এবং বড় আসরগুলো নিরাপদে খেলতে যা প্রয়োজন, তার চেষ্টা করতে হবে।”

“সুরক্ষা সবার আগে। দ্বিতীয়ত, সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এবং ভারসাম্য খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।”

“যদি দুর্ভাগ্যবশত দর্শক নাও থাকে, তাহলে তাই হোক। কিন্তু মানুষ তো বাসায় বসে টিভিতে দেখতে পারবে।”

ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাধারণত ৬০ ম্যাচ হওয়ার কথা। পূর্বের সূচি অনুযায়ী, এবারের আসর আগামী ২৪ মে শেষ হওয়ার কথা ছিল।