দুঃস্থদের পাশে বিশ্বকাপজয়ী যুবারাও

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তারা নেই। সিনিয়র ক্রিকেটেও পথচলা সবে শুরু হয়েছে। খুব শক্ত নয় অনেকেরই আর্থিক ভিত। তারপরও অসহায়দের সহায়তায় এগিয়ে এলেন যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশের তরুণরা। আর্থিক অবদান রাখলেন করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত মানুষদের সহায়তার জন্য। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 04:10 PM
Updated : 8 April 2020, 04:10 PM

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) করোনাভাইরাস তহবিলে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলের ক্রিকেটার ও কর্মকর্তারা দিয়েছেন আড়াই লাখ টাকা।

উঠতি ক্রিকেটারদের এই উদ্যোগে অভিভূত কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল।

“দেশের এই দুঃসময়ে তরুণ ক্রিকেটাররা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছে, তা দারুণ প্রশংসনীয়। আমরা তাদের এই উদ্যোগকে সম্মান জানাচ্ছি।”

করোনাভাইরাস পরিস্থিতিতে সারা দেশের অসহায়দের সহায়তার জন্য বর্তমান ও সাবেক ক্রিকেটার, সংগঠক, ক্রিকেটানুরাগীদের নিয়ে এই তহবিল সংগ্রহের কাজ করছে কোয়াব। এর আগে বিসিবির চুক্তিতে থাকা প্রথম শ্রেণির ক্রিকেটাররা এই তহবিলে অবদান রেখেছেন ১০ লাখ টাকার মতো।