টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়ানোর পক্ষে মিসবাহ

করোনাভাইরাসের ছোবলে একের পর এক স্থগিত হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। স্বাভাবিকভাবে পূর্ব নির্ধারিত সূচিতে টুর্নামেন্টটি শেষ করা নিয়ে জাগছে শঙ্কা। আলোচনা চলছে নতুন সূচি নিয়ে। তাতে সুর মিলিয়েছেন মিসবাহ-উল হক। টুর্নামেন্টের সময় বাড়িয়ে সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রধান কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 10:09 AM
Updated : 1 April 2020, 10:10 AM

কভিড-১৯ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে পিছিয়ে গেছে ইংল্যান্ড-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের একটি টেস্ট ম্যাচ। ঝুলছে জুনের অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর ও ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের ভাগ্য।

২০২১ সালে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা থাকলেও প্রেক্ষাপট পাল্টে দিয়েছে করোনাভাইরাস। কদিন আগে টেলিকনফারেন্সে আইসিসির সভায় ক্রিকেট সূচির বদল নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

পরিস্থিতি বিবেচনায় ২০২১ সাল পার হলেও নতুন সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ।

“টুর্নামেন্টের (টেস্ট চ্যাম্পিয়নশিপ) সময় বাড়ানো উচিত, এটা আমার দৃষ্টিভঙ্গি। ভারসাম্য রেখে আসরটি শেষ করার এটাই একমাত্র উপায়। টুর্নামেন্টের সময় বাড়ানো হলে ম্যাচগুলোর সূচি পুনরায় করা যাবে।”

“আমি শুধু চিন্তা করছি, চ্যাম্পিয়নশিপে সব দলকে সমান সুযোগ দিতেই হবে, এমনকি সেটা নতুন সূচি করে হলেও। যখনই ক্রিকেট শুরু হোক, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার চেষ্টায় সব দল যেন সমান সুযোগ পায়। ২০২১ এর পরও টুর্নামেন্টটির সময় বাড়ানো যেতে পারে।”