করোনাভাইরাস: রোহিতের ৮০ লাখ রুপি অনুদান

করোনাভাইরাস নিয়ে সবাইকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় নিয়মিত বার্তা দিচ্ছেন রোহিত শর্মা। ভারতীয় ব্যাটসম্যান এবার দিলেন বড় অঙ্কের আর্থিক সহায়তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 08:45 AM
Updated : 31 March 2020, 08:45 AM

মোট ৮০ লাখ রুপি অনুদান দিয়েছেন রোহিত। এর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪৫ লাখ, মহারাষ্ট্রের মুখ্য মন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ ও দুটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়েছেন ৫ লাখ রুপি করে।

টুইটারে মঙ্গলবার অনুদান দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি সবাইকে এ লড়াইয়ে এগিয়ে আসার আহ্বানও জানান রোহিত।

“আমাদের দেশের ঘুরে দাঁড়ানো দরকার এবং সেই দায়িত্ব আমাদেরকেই নিতে হবে...আসুন এই সময়ে নেতাদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করি।”

এর আগে ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার ৫০ লাখ রুপি অনুদান দিয়েছেন। অনুদান দিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তার বলিউড তারকা স্ত্রী আনুশকা শর্মাও। বিসিসিআই সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অসহায় মানুষদের জন্য দিয়েছেন ৫০ লাখ রুপির চাল। দেশটির সাবেক-বর্তমান আরও অনেক ক্রিকেটার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

ভারতে মঙ্গলবার দুপুর পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৫১ জন ও মৃতের সংখ্যা ৩২ জন। ২১ দিনের লকডাউনে রয়েছে পুরো দেশ।