করোনাভাইরাস: লকডাউনে কী করছেন ক্রীড়াঙ্গনের তারকারা?

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব জুড়ে থমকে গেছে ক্রীড়াঙ্গন। লকডাউনের মধ্যে সময় কাটাতে হচ্ছে বাসায়। কঠিন এ সময়ে তারকা খেলোয়াড়দের কেউ নিজেকে ফিট রাখতে ব্যস্ত। কেউ সময় কাটাচ্ছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2020, 11:42 AM
Updated : 27 March 2020, 01:14 PM

লিওনেল মেসিসহ অনেক ফুটবলার যোগ দিয়েছেন টয়লেট পেপার চ্যালেঞ্জে। অংশ নিয়েছেন ইয়ান বেলও। মেসিদের মতো ফুটবল নয়, সন্তানদের নিয়ে ইংলিশ এই ব্যাটসম্যান চ্যালেঞ্জ নিয়ে খেলছেন ক্রিকেট।

উসাইন বোল্ট, অস্ট্রেলিয়ার নারী ফুটবল দল ও আর্সেনালের মহিলা দলের তারকা ক্যাইটলিন ফুর্ড ‘টেন টাচ’ চ্যালেঞ্জের ভিডিও শেয়ার করেছেন।

 

ডেভিড ওয়ার্নার সময় কাটাচ্ছেন ক্যাচ অনুশীলন করে। র‌্যাকেট আর টেনিস বল দিয়ে বাসার ছাদে চলছে বাঁহাতি এই ওপেনারের এক হাতে ক্যাচ ধরার অনুশীলন। অস্ট্রেলিয়ান পেসার গুরিন্দার সান্ধু ফিট রাখতে অনুশীলন করছে রিসাইক্যাল বিন দিয়ে। 

নিউ জিল্যান্ডের নারী ক্রিকেটার সুজি বেটস দেশটির ক্রিকেটারদের দিয়েছেন ব্যাট-বলের চ্যালেঞ্জ। দেখতে চান সোফি ডেভাইন-কেন উইলিয়ামসনরা ব্যাটের বিভিন্ন দিক দিয়ে টেনিস বল কতক্ষণ বাউন্স করাতে পারেন।

নিজের গ্যারেজে ‘কঠোর’ অনুশীলন করছেন বেটস। ব্যাটের এক দিক দিয়ে একশবারের বেশি বল বাউন্স করতে পারেন। তবে ঝামেলা হয়ে যায় ব্যাটের পাশ পাল্টাতে হলেই। এরই মধ্যে অ্যামেলিয়া কারসহ তার কয়েকজন সতীর্থ চ্যালেঞ্জ নিয়ে লড়াইয়ে নেমেছেন।