ডাক্তার-নার্সদের কাছে উইলিয়ামসনের খোলা চিঠি

গোটা বিশ্বের মতো করোনাভাইরাসের আতঙ্ক ছুঁয়ে গেছে নিউ জিল্যান্ডকেও। প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এই দেশে অবশ্য এখনও ততটা প্রকোপ নেই। তবে বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম আকর্ষণ হওয়ায় নিউ জিল্যান্ড আছে বড় ঝুঁকিতে। লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তারা। লড়াইয়ের মূল হাতিয়ার যারা, সেই ডাক্তার ও নার্সদের জন্য আবেগঘন ও প্রেরণাদায়ী বার্তা দিয়েছেন দেশের ক্রিকেট অধিনায়ক কেন উইলিয়ামসন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 08:09 AM
Updated : 26 March 2020, 12:03 PM

করোনাভাইরাসের বিস্তার এড়াতে নিউ জিল্যান্ডে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছুই বন্ধ আছে। তবু ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দেশের চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত সবার জন্য স্থানীয় একটি সংবাদমাধ্যমে খোলা চিঠি লিখেছেন উইলিয়ামসন।

প্রিয় ডাক্তার, নার্স ও সেবাদানকারীগণ,

গত কয়েক দিনের দৃশ্যপট এটি পরিস্কার করে দিয়েছে যে, এমন একটি স্বাস্থ্য সঙ্কটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যা আগে কখনও আমরা দেখিনি।

কোনো সংশয় নেই, এখন আমরা যেসবের মুখোমুখি হচ্ছি, সামনের দিনগুলিতে এসবের মাত্রা আরও অনেক বেড়ে যাবে।

আমরা খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাদের পাশে আছেন।

ক্রীড়াবিদরা পারফর্ম করার জন্য কতটা চাপে থাকে, এসব নিয়ে লোকে অনেক কথা বলে।

কিন্তু সত্যিটা হলো, আমরা যেটিকে ভালোবাসি, সেটিকেই জীবিকা হিসেবে নেওয়ার সুযোগ পেয়েছি। আমরা স্রেফ খেলি।

সত্যিকারের চাপ হলো, জীবন বাঁচানোর জন্য কাজ করা। সত্যিকারের চাপ হলো, নিজের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে প্রতিদিন অন্যের ভালোর জন্য কাজ করে যাওয়া।

সামনের সপ্তাহ বা মাসগুলির প্রতিটি দিন, আপনাদের সহকর্মীদের এটিই করতে বলা হবে।

এটি বিরাট এক দায়িত্ব, যা পালন করতে পারেন কেবল সেরা মানুষেরাই, যারা সবকিছুর আগে গুরুত্ব দেয় অন্যের ভালোকে।

ব্ল্যাকক্যাপস হিসেবে, আমরা জানি গোটা দেশের সমর্থন পাওয়ার অনুভূতি কতটা অসাধারণ।

সেই একই স্রোতে মিশে আপনাদেরকে আমাদের জানানো প্রয়োজন যে আপনারা একা নন। আপনাদের জানাতে চাই যে, গোটা দেশ আপনাদের পাশে আছে। 

আমরা অবশ্যই এই সময় কাটিয়ে উঠব এবং সেটির একটি বড় সৌজন্য হবেন আপনারাই।

কেন উইলিয়ামসন

ব্ল্যাকক্যাপস অধিনায়ক