করোনাভাইরাস: জরুরি তহবিলে পাকিস্তান ক্রিকেটের সহায়তা

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিল পাকিস্তান ক্রিকেট। দেশটির জরুরি তহবিলে আর্থিক সহায়তা দিতে যাচ্ছেন ক্রিকেটার, স্টাফ ও বোর্ডের কর্মচারী-কর্মকর্তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 05:17 PM
Updated : 25 March 2020, 05:17 PM

এক বিবৃতিতে বুধবার এই ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তিতে থাকা ক্রিকেটাররা মিলে এই তহবিলে দিবেন ৫০ লাখ রুপি। পিসিবির সিনিয়র ম্যানেজার পর্যন্ত সবাই এক দিনের বেতন এবং জেনারেল ম্যানেজার ও এর উপরের সবাই দিবেন দুই দিনের বেতন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ে ক্রীড়াঙ্গনের অনেকেই এগিয়ে আসছেন। এরই মধ্যে সাহায্যের ঘোষণা দিয়েছেন রজার ফেদেরার, লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ, পেপ গুয়ার্দিওলাসহ অনেকে।

পিছিয়ে নেই বাংলাদেশের তারকা অ্যাথলেটরাও। নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সচেতন করার চেষ্টা করে চলেছেন মাশরাফি-তামিম-মুশফিকরা। ঘোষণা দিয়েছেন আর্থিক সহায়তারও।