করোনাভাইরাস: ৫০ লাখ রুপির চাল অনুদানের প্রতিশ্রুতি সৌরভের

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পুরো ভারত তিন সপ্তাহের জন্য লকডাউন করে দিয়েছে দেশটির সরকার- এমন পরিস্থিতিতে অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন সৌরভ গাঙ্গুলি। সুবিধাবঞ্চিতদের জন্য ৫০ লক্ষ রুপির চাল অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 03:58 PM
Updated : 25 March 2020, 03:58 PM

নিরাপত্তা ও সুরক্ষার জন্য গরিব মানুষদের সরকারি বিদ্যালয়ে রাখা হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল জানিয়েছে, সৌরভ ও ‘লাল বাবা চাল’ কোম্পানি এই দুঃস্থদের জন্য চালের ব্যবস্থা করবে।

“আশা করি, গাঙ্গুলির এই উদ্যোগ রাজ্যের অন্যান্য নাগরিকদের উৎসাহিত করবে এবং তারা একই উদ্যোগ নিয়ে আমাদের রাজ্যের মানুষদের সাহায্য করবে।”

বিশ্বজুড়ে প্রায় সাড়ে চার লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। মৃতের সংখ্যা ২০ হাজারের কাছাকাছি। ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে ৬০৬ জনের, যার মধ্যে ১০ জন প্রাণ হারিয়েছে।

ভারতে কভিড-১৯ রোগীদের জন্য কলকাতার ইডেন গার্ডেনসকে অস্থায়ীভাবে চিকিৎসা সেবার কাজে ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ।