করোনাভাইরাস: ইডেন গার্ডেনসকে চিকিৎসা সেবায় ব্যবহারের প্রস্তাব সৌরভের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2020 02:55 PM BdST Updated: 25 Mar 2020 03:02 PM BdST
-
ফাইল ছবি
করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে ভারতে। এই পরিস্থিতিতে কলকাতার ইডেন গার্ডেনসকে অস্থায়ীভাবে চিকিৎসা সেবার কাজে ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাবেক সভাপতি সৌরভ বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, রাজ্য সরকার চাইলে ইডেনের ইনডোর ট্রেনিং সুযোগ-সুবিধা ও খেলোয়াড়দের ডরমেটরি ব্যবহার করতে পারে।
“সরকার যদি চায়, আমরা অবশ্যই এই সুযোগ-সুবিধা তাদের হাতে তুলে দেব। সময়ের প্রয়োজনে যে কোনো কিছু আমরা করব। এতে আমাদের কোনো সমস্যা নেই।”
পন্ডিচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশনও তাদের টিউটিপেট ক্যাম্পাস ডরমেটরি কভিড-১৯ রোগীদের আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখনও পর্যন্ত কোনো আর্থিক সহায়তা অবশ্য দেয়নি। এ ব্যাপারে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ জানিয়েছেন, বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন।
ভারতজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। রোগটির বিস্তার ঠেকাতে মঙ্গলবার মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- গোল উৎসব করে শীর্ষে ম্যানচেস্টার সিটি
- রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
- এবার আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’