করোনাভাইরাস: এনএইচএস কর্মীদের খাদ্য সহায়তায় বোপারা

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় কাজ করা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর কর্মীদের সাহায্যে এগিয়ে এসেছেন রবি বোপারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 12:40 PM
Updated : 24 March 2020, 12:40 PM

ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার টুইটারে জানিয়েছেন, এনএইচএস কর্মীদের জন্য খাদ্য সরবরাহ করবে তার স্যামস চিকেনের ওয়েস্ট টুটিং শাখা।

“প্রিয় এনএইচএস কর্মী, এই কঠিন সময়ে আপনাদের কঠোর পরিশ্রমের জন্য আপনার মুরগির মাংস আমার পক্ষ থেকে।”

২০১২ সালে দোকানটি খুলেছিলেন ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ১২০ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার বোপারা।

বিশ্বের ১৯৬টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা চার লাখের কাছাকাছি, মৃত্যু হয়েছে ১৭ হাজারের বেশি।

যুক্তরাজ্যে সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা, প্রাণ হারিয়েছে ৩৩৫ জন।