‘হাত ভালো ঘুরলেই’ টেস্টে ফিরবেন মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2020 05:25 PM BdST Updated: 18 Mar 2020 06:51 PM BdST
অভিষেক টেস্টে হয়েছিলেন ম্যাচ সেরা। বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে দলের জয়ে তার ছিল বড় ভূমিকা। সেই মুস্তাফিজুর রহমান একাদশে জায়গা পাননি গত এক বছরে। ঠাঁই হয়নি বিসিবির লাল বলের চুক্তিতে। টেস্ট ক্রিকেট থেকে আপাতত তিনি অনেকটাই দূরে। মুস্তাফিজ অবশ্য তাতে বিচলিত হচ্ছেন না। বাঁহাতি পেসারের বিশ্বাস, একটু ভালো করলেই ফিরতে পারবেন টেস্টে।
মুস্তাফিজ সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের মার্চে, নিউ জিল্যান্ড সফরে। ওয়েলিংটনে সেই ম্যাচে খরুচে বোলিংয়ে নিতে পেরেছিলেন একটি উইকেট। নিজের সবশেষ তিন টেস্টে তার উইকেট ২টি।
পারফরম্যান্স বিবর্ণ হওয়ার প্রভাব পড়েছে তাকে নিয়ে দলের ভাবনায়। সম্প্রতি সাদা ও লাল বলের জন্য আলাদা চুক্তি করে বিসিবি। মুস্তাফিজ আছেন শুধু সাদা বলের চুক্তিতে। যেটিতে স্পষ্ট ফুটে উঠছে, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের কাছে আপাতত তিনি টেস্টের বিবেচনায় নেই।
মুস্তাফিজের বিবেচনায় অবশ্য টেস্ট ক্রিকেট আছেই। ঢাকা প্রিমিয়ার লিগ আপাতত স্থগিত থাকলেও বুধবার তাকে পাওয়া গেল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের চাওয়ার কথা জানালেন ছোট্ট করে, “আমি সব বলেই খেলতে চাই…।”
কিন্তু লাল বলের চুক্তিতে যখন নেই তিনি, টেস্ট খেলা কতটা কঠিন হবে? এখানেও মুস্তাফিজের ভাবনা খুব সাধারণ, “হাত ভালো ঘুরলেই আসতে পারি…( লাল বলের চুক্তিতে)।”
শুধু যে টেস্টে জায়গা পেতে লড়ছেন, এমন নয়। এমনকি রঙিন পোশাকেও এখন তিনি আর আগের মতো অপরিহার্য নন। সাদা বলের চুক্তিতেও তাকে রাখা হয়েছে ‘বি’ গ্রেডে।
এই বাদ পড়াতেও অবশ্য ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মুস্তাফিজ, “আমার জন্য ভালো (বাদ পড়লে), আমি বুঝব আমার উন্নতি করতে হবে, বুঝব যে এতটুকু দিয়ে থাকার যোগ্য নই আমি।”
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়