করোনাভাইরাস: ভারতীয় বোর্ডের কর্মীদের বাসায় কাজ করার পরামর্শ

করোনাভাইরাস আতঙ্কে ভারতে আন্তর্জাতিক ক্রিকেটসহ ও সব ঘরোয়া প্রতিযোগিতা স্থগিত হয়ে গেছে আগেই। এবার এই ভাইরাসের প্রভাব পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দৈনন্দিন দাপ্তরিক কাজেও। বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 09:41 AM
Updated : 17 March 2020, 02:42 PM

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, মঙ্গলবার থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে।

“বিসিসিআইয়ের কর্মচারীদের আজ বলা হয়েছে যে করোনাভাইরাসের বিস্তারের কারণে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সদর দফতর একরকম বন্ধই থাকবে। সব কর্মীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তার পরও কেউ যদি অফিসে আসতে চায়, তাহলে আসতে পারে।”

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) তাদের আঞ্চলিক ক্যাম্পগুলোও বন্ধ করে দিয়েছে। সোমবার পর্যন্ত এনসিএতে পুনর্বাসন কার্যক্রম অবশ্য চলমান ছিল।

এছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্প বন্ধ করে দিয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএলের ত্রয়োদশ আসর স্থগিত করা হয়েছে আগেই।