পরামর্শক হিসেবে ত্রিপুরায় বছরে ১০০ দিন কাজ করবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার।
আগামী ২ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের জিম্বাবুয়ে সফর। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের।
বিশ্বের বেশিরভাগ দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও জিম্বাবুয়েতে এখনও আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তবে আগে থেকেই সতর্ক থাকতে চাইছে তারা। তাই সিরিজ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানান, আইরিশ ও ব্রিটিশ সরকারের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ফুটবল ও ক্রিকেটের সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা।