করোনাভাইরাস: বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

করোনাভাইরাস নিয়ে চলমান শঙ্কায় স্থগিত হয়ে গেছে বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর। পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2020, 07:02 AM
Updated : 16 March 2020, 02:32 PM

গত কিছুদিনের ঘটনাপ্রবাহে সফর না হওয়া একরকম নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি নিশ্চিত করেছে পিসিবি।

তৃতীয় দফার সফরে এই মাসের শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। করাচিতে খেলার কথা ছিল একটি ওয়ানডে ও একটি টেস্ট। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফার সফরে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ।

স্থগিত হওয়া টেস্ট ম্যাচটি যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, শিগগিরই দুই দেশের বোর্ড আলোচনা করে নতুন তারিখ ঠিক করবে বলে জানিয়েছে পিসিবি।

বাংলাদেশের সফর স্থগিতের পাশাপাশি ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পিসিবি। বাংলাদেশের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ অবশ্য শুরু হয়েছে রোববার।