সিরিজ স্থগিত হওয়ায় রুটের স্বস্তি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2020 05:01 PM BdST Updated: 14 Mar 2020 05:01 PM BdST
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে একে একে স্থগিত করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সবগুলো সিরিজ। দেশে ফিরে যাচ্ছে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে আসা ইংল্যান্ড দল। আর এমন পরিস্থিতিতে খেলা স্থগিতের সিদ্ধান্ত সঠিক মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
মাঝপথে সফর বাতিল হওয়ায় যেন হাফ ছেড়ে বেঁচেছেন রুট। তার মতে, দলের সবারই একই অবস্থা। কারণ দুশ্চিন্তা নিয়ে মাঠে ক্রিকেট খেলা সবার জন্যই কঠিন বলে মনে করেন তিনি।
আগামী বৃহস্পতিবার গলে শুরু হওয়ার কথা ছিল দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তবে গত শুক্রবার সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কা থেকে ক্রিকেটারদের ফিরিয়ে আনার কথাও জানানো হয় বিবৃতিতে।
বোর্ডের এমন পদক্ষেপে স্বস্তি পাওয়া রুট জানান, সঙ্কটের এই সময় পরিবারের সঙ্গে থাকাই সবচেয়ে বেশি জরুরি।
“সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে...ছেলেদের দিকে তাকালেই বোঝা যায় তাদের মন অন্য কোথাও, চিন্তা করছে দেশে থাকা পরিবার নিয়ে। এখন আমরা ফিরতে পারব এবং পরিবারের খেয়াল রাখতে পারব। প্রিয়জনের সঙ্গে থাকাটা ছেলেদের প্রশান্তি দিবে।”
বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে পড়েছে এই ভাইরাসের প্রভাব। বিভিন্ন দেশ ও সংস্থা তাদের শীর্ষ প্রতিযোগিতা স্থগিত করেছে।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। স্থগিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকা-ভারতের ওয়ানডে সিরিজ। নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও বাকি দুই ওয়ানডে স্থগিত করা হয়েছে।
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ