দর্শকশূন্য মাঠে পিএসএল, শঙ্কায় বাংলাদেশের সফর

পাকিস্তানের করাচিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সংক্রমণ বৃদ্ধি এড়াতে পিএসএলের করাচির ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2020, 04:17 PM
Updated : 12 March 2020, 05:08 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার তারা জানিয়েছে, ক্রিকেটারদের করমর্দন করা থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

করাচি জাতীয় স্টেডিয়ামেই আগামী এপ্রিলে হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট ও একমাত্র ওয়ানডে ম্যাচ।

পাকিস্তানে বাংলাদেশের তৃতীয় দফার সফর আগে থেকেই আছে দোলাচলে। দর্শকশূন্য মাঠে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত শঙ্কা বাড়িয়েছে আরও। করোনাভাইরাসের জন্য করাচিতে আগে থেকেই বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান।

করাচিতে করোনাভাইরাস পাওয়ার পর পিসিবির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পিএসএল নিয়ে পিসিবির নতুন সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই চিন্তা বাড়বে বিসিবির।

আগামী ১ এপ্রিল হওয়ার কথা পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে। টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ৫ এপ্রিল।