অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলে ফেললেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সফলতম অধিনায়ককে সতীর্থ-সমর্থকরা বিদায় জানিয়েছেন নানা আয়োজনে। প্রত্যেকের অবদানে অনেকগুলো রেকর্ড গড়ে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে দল পেয়েছে বড় জয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সমর্থকরেও নানান সাজে এসেছিলেন প্রিয় তারকাকে বিদায় জানাতে। স্থিরচিত্রে ধরা পড়া তেমন কিছু মুহূর্ত। ছবি: বিসিবি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম