সবার জার্সির পেছনে মাশরাফি, সামনে ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন’

অপেক্ষা ছিল কেবল ম্যাচ শেষ হওয়ার। সেই মুহূর্ত আসতেই সবার মধ্যমণি মাশরাফি বিন মুর্তজা। জয়ের পর মাঠেই ‘হাই ফাইভ’, আলিঙ্গন তো ছিলই। মাঠের বাইরে যেতেই মাশরাফিকে কাঁধে তুলে নিলেন তামিম ইকবাল। চলল মাঠ প্রদক্ষিণ। সবচেয়ে বড় চমক এরপরই। দলের সবার পরনে মাশরাফির নামে জার্সি!

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 05:16 PM
Updated : 6 March 2020, 05:50 PM

মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচের জন্যই বিশেষভাবে তৈরি এই জার্সি। সবার জার্সিতে লেখা ‘মাশরাফি’,  তার প্রতীক হয়ে ওঠা নম্বর ‘২।’ জার্সির সামনে লেখা ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন।’ মাশরাফিকে ঘিরে বয়ে গেল আবেগের জোয়ার।
 

সতীর্থদের এই আয়োজনে চমকে গেলেন মাশরাফিও। তার কণ্ঠে ফুটে উঠল কৃতজ্ঞতা।
“অনেক বড় সম্মান আমার জন্য। সম্ভবত মাঠেই সবচেয়ে সেরা উপহার পেয়েছি (দলের জয়)। ক্রিকেট বোর্ড, আমাদের ছেলেরা, সবাই ছিল দারুণ। সবাইকে ধন্যবাদ।”
দলের পক্ষ থেকে সবার অটোগ্রাফ ও শুভেচ্ছাসহ একটি জার্সি উপহার দেওয়া হলো মাশরাফিকে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সভাপতি নাজমুল হাসান উপহার দিলেন ক্রেস্ট।